////Youth For Better Future Society এর উদ্দোগে “3rd Engineering Summit-2023” অনুষ্ঠিত

Youth For Better Future Society এর উদ্দোগে “3rd Engineering Summit-2023” অনুষ্ঠিত

“Science can amuse and fascinate us all, but it is engineering that changes the world.

গত শুক্রবার ৩রা মার্চ রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারসে (IDEB Bhaban) তৃতীয়বারের অনুষ্ঠিত হয় “Youth for Better Future Society presents 3rd Engineering Summit-2023″।
উক্ত সামিটে সভাপতিত্ব করেন YBF এর প্রেসিডেন্ট হুমায়ুন কবির। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সেক্রেটারি আব্দুর রহিম এবং সামিট সঞ্চালনা করেন আইইউবিএটি ইউনিভার্সিটির TA শামসুল ইসলাম মাসুদ।

সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারনে অনলাইনে সামিটের সার্বিক খবরাখবর নেন এবং সামিটের সফলতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান অতিথি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্কুল অব সিভিল ইঞ্জিনিয়ারিং এর সাবেক হেড, প্রফেসর এমিরেটস ড. শামীম জামান বসুনিয়া স্যার।

আরও উপস্থিত মেহমানগন তাদের নির্দিষ্ট বিষয়ের উপর চমকপ্রদ আলোচনা রাখেন।

* প্রফেসর ড. মুহাম্মাদ ফখরুল ইসলাম

– ডিপার্টমেন্ট অব ন্যানো ম্যাটেরিয়ালস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং,বুয়েট

Profile- https://nce.buet.ac.bd/people/faculty/dr-md-fakhrul-islam/

* ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ (Career Opportunities for

Engineers)

– কো-ফাউন্ডার, স্কুল অব ইঞ্জিনিয়ারস

Profile- https://hasanmahmud.org/

* ড. মো. হেমায়েত হোসেন (Change Makers: Engineering

Perspective)

– এক্সিকিউটিভ ডিরেক্টের, রিসডা-বাংলাদেশ

Profile- https://test.risda.org.bd/teams/steven-bin/

* প্রফেসর ড. এম. শামসুল আলম (Morality and Liabilities for Engineers)

– ডীন, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

Profile- https://faculty.daffodilvarsity.edu.bd/…/eee/msalam.html

* প্রফেসর মিজানুর রহমান (Career path for Engineers)

– ডীন, স্কুল অব ইঞ্জিয়ারিং, উত্তরা ইউনিভার্সিটি।

Profile- https://www.researchgate.net/profile/Md-Rahman-323

* হাবিবুল হাসান সায়মন (Smart Way to Professional CV

Writing)

– ম্যানেজার, টেলেন্ট এ্যাকুইজিশন, প্রান-আরএফএল গ্রুপ।

Profile- https://www.linkedin.com/…/habibul-hassan-symon…/

* ড. জিয়াউল হক আদনান (Life Motivation for Engineers)

– ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট অব ম্যানেজমেন্ট, নর্থ সাউথ ইউনিভার্সিটি।

Profile- https://www.linkedin.com/in/zadnan/?originalSubdomain=bd

* মুহাম্মাদ রাশেদ উদ-জ্জামান স্যার (Path to Higher Study)

– চেয়ারম্যান (কেপলার এ্যাকাডেমি), ফ্যাকাল্টি ( নর্থ সাউথ ইউনিভার্সিটি)

* ইঞ্জিনিয়ার নাইম হোসাইন (IELTS Preparation for Higher

Studies)

– সাবেক ট্রেইনার, ব্রিটিশ কাউন্সিল।

* ইঞ্জিনিয়ার মনিরুল মওলা (Opportunities in Commercial Life for Engineers)

– ডিরেক্টর, আর্ক পাওয়ার লিমিটেড

এছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন শারমিন জামান ( ডিপার্টমেন্ট হেড, সিএসই, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আবিদ ( রিসার্চ ফেলো, বুয়েট), ইঞ্জিনিয়ার মুস্তফিজুর রহমান।

সামিটে নর্থ সাউথ, ব্রাক, ড্যাফোডিল, ইস্ট-ওয়েস্ট, নর্দান, সোনারগাঁও, সাউথইস্ট, মানৱাত, উত্তরা, বিইউবিটিসহ দেশের ২০ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের সাত শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।