/, Career Counseling, Leadership Development/আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

Ybfbd

“জোরের যুক্তি নয়,যুক্তির জোর চাই”

এই স্লোগান কে সামনে রেখে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের প্রিয় সংগঠন Ybfbd আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে,এবং গতকাল রাজধানীর একটি মিলনায়তনে বিতর্কে চ্যাম্পিয়ন, রানার্সআপ এবং সেরা বিতার্কিকের হাতে পুরষ্কার তুলে দেন সংগঠনের চেয়ারম্যান, এসময়ে তিনি বিতার্কিকদের উদ্দেশ্যে বলেন,
অন্যের দৃষ্টিভঙ্গি জানার পাশাপাশি একজন ভালো বিতার্কিকের যে দক্ষতাটি দরকার হয় তা হলো নিজের মতামতকে প্রয়োজনমত পালটে নেয়া।


বিপক্ষ একটা সত্যি কথা বা গুরুত্বপূর্ণ কথা বলে ফেললে সে কথাকে ফেলে দেয়া চলে না বিতার্কিকের। বরং সে কথাকে ঘুরিয়ে নিজের যুক্তিতে এনে ফেলাই বিতার্কিকের কৃতিত্ব। যেকোন তর্কে বা আলোচনায় এই দক্ষতাটি অনেক কাজে দেয়। এবং সকলকে দেশ ও জাতির কল্যানে কাজ করার উদাত্ত আহ্বান জানান।