আসসালামু আলাইকুম,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, Youth for Better Future Society এর উদ্যোগে আয়োজন করা হচ্ছে “মায়ের ভাষায় কথা বলা প্রতিযোগিতা-২০২২”।
প্রতিযোগিতার নিয়মানুবলীঃ
১. প্রতিযোগী যে কোনো বিষয়ে বাংলায় কথা বলে ২ মিনিটের ভিডিও ধারণ করবেন।
২. ভিডিও ধারণের সময় দৃষ্টি ক্যামেরার দিকে রাখার চেষ্টা করতে হবে।
৩. ভিডিও ধারণের পর নির্দিষ্ট ” Google form” এর মাধ্যমে সাবমিট করতে হবে।
৪. ভিডিও পাঠানোর সর্বশেষ তারিখঃ ২০.০২.২২ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।
ফর্ম লিংকঃ https://forms.gle/rpFuWN5WqUTyCmuQA