মে দিবস পালনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ১২ ঘণ্টা কর্ম দিবসের পরিবর্তে ৮ ঘণ্টা কর্মদিবস এবং শ্রম আইন বাস্তবায়ন সহ বিভিন্ন কর্মসূচিতে ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে আন্দোলন কর্মসূচি দেয় শ্রমিকরা। সেই কর্মসূচি বাধা দিয়ে পুলিশ নির্বিচারে গুলি করে প্রায় ১০-১২ জন শ্রমিককে মেরে ফেলে। এরোই পরিপেক্ষিতে পরবর্তীতে পহেলা মে দিবস পালনের স্বীকৃতি দেওয়া হয়।
কোনও কাজই ছোট নয় (May Day Wishes In Bengali)। তেমনই লক্ষ্যের প্রতি এগিয়ে যাওয়ার জন্য যে কোনও রকম শ্রমকে সম্মান জানাতে হবে।
সকল শ্রমিক ভাই-বোনদের আন্তর্জাতিক মে দিবসের শুভেচ্ছা।