////আপনাদের দেওয়া আমানত পৌছে দিয়েছি।

আপনাদের দেওয়া আমানত পৌছে দিয়েছি।

আলহামদুলিল্লাহ, আপনাদের দেওয়া আমানত প্রাথমিক ধাপে আমরা পৌছে দিয়েছি।

বন্যার পানি কমতে শুরু করেছে,আশ্রয় কেন্দ্র থেকে মানুষজন তাদের ঘরে ফিরতে শুরু করেছে, কিন্তু ঘরে মানুষ থাকার মতো কোন পরিবেশ নেই😥 তাদের কাছে না গেলে এই কষ্ট বুঝা সম্ভব না। আপনাদের আমানত আমরা যথাস্থানে পৌছানোর চেষ্টা করেছি। যদিও তাদের ক্ষতির তুলনায় এই উপহার খুব ই সামান্য😐। আমাদের টিম চেষ্টা করেছে আপনাদের হয়ে তাদের কাছে গিয়ে তাদের কষ্টটা অনুভব করার।

আপনারা চাইলে আমাদের টিম আবার তাদের পাশে দাড়াতে চায়।

জরুরি বন্যা তহবিলে অনুদান পাঠাতে আমাদের পেইজে যোগাযোগ করুন: Youth for Better Future Society

অথবা,

A/c Name: Youth For Better Future Society.

A/c No. 20501360203377403

Islami Bank Bangladesh Limited

Farmgate Branch.

Bkash: 01521498896 (Send money)

Rocket: 017325779490 (Send money)

Nagad: 01732577949 (Send money)

Further Enquiry: 01732577949

অনুগ্রহ করে Send money করুন এবং Reference এ লিখুনঃ Flood