বেসরকারী বিশ্ববিদ্যালয় ভিত্তিক সামাজিক সংগঠন ইয়ুথ ফর বেটার ফিউচার সোসাইটি তাদের অঞ্চল স্বেচ্ছাসেবকদের নিয়ে “লিডারশীপ ক্যাম্প’২৩” এর আয়োজন করে। যেখানে বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
সোসাইটির প্রেসিডেন্ট জনাব আব্দুর রহীমের পরিচালনায় ও জেনারেল সেক্রেটারী জনাব জুবায়ের সিদ্দীকির সঞ্চালনায় ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির প্রাক্তন প্রেসিডেন্ট জনাব মাসউদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে সোসাইটির আরেক প্রাক্তন প্রেসিডেন্ট জনাব, এম.এইচ পারভেজ।
উক্ত ক্যাম্পে উপস্থিত স্বেচ্ছাসেবকদের দেশের জন্য নিজেকে তৈরি ও দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে উদ্বুদ্ধ করা হয় ও দেশ গঠনে নেতৃত্বের গুরুত্ব নিয়ে আলোচনা ও প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়। এছাড়া দিন ব্যাপী এই ক্যাম্পে স্বেচ্ছাসেবকদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনও করা হয়।
সবশেষ সোসাইটির প্রেসিডেন্টের সমাপনি বক্তব্য ও পুরষ্কার বিতরণীর মাধ্যমে দিন ব্যাপী এই লিডারশীপ ক্যাম্পের সমাপ্ত ঘোষণা করা হয়।