
ডেঙ্গু মশার আক্রমণ থেকে পরিত্রাণ পাবার লক্ষ্যে রাজধানীর বিভিন্ন স্থানে মশারী বিতরণ কর্মসূচী পালন করে Youth for Better Future Society. “আঙীনা রাখবো পরিষ্কার, ডেঙ্গু হবে প্রতিকার” এই স্লোগানকে সামনে রেখে মশারী বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলে সোসাইটির সম্মানিত প্রেসিডেন্ট জনাব আব্দুর রহীম সহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।