//YBF এর উদ্দ্যোগে শিশুদের মাঝে গোশত বিতরণ

YBF এর উদ্দ্যোগে শিশুদের মাঝে গোশত বিতরণ

গত ২৯.০৬.২০২৩ রাজধানীর উত্তরায় পথশিশুদের মাঝে কুরবানীর গোশত বিতরণ করে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় সামাজিক সংগঠন ইয়ুথ ফর বেটার ফিউচার সোসাইটি (YBF).
YBF পরিচালিত পথশিশুদের নিয়ে স্কুল বর্ণমালা একাডমীর প্রায় ৫০ অধিক শিক্ষার্থীদের মাঝে গোশত বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন YBF এর সম্মানিত প্রেসিডেন্ট জনাব, আব্দুর রহীম সহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।