ব্যাতিক্রমী আয়োজনের মধ্যদিয়ে 31st Night তথা 2022 সালের নতুন প্রহর উৎযাপন করলো Youth for Better Future Society পরিবার।মানবিক মূল্যবোধকে সামনে রেখে #YbfBd এর সকল সেচ্ছাসেবকরা আজ নতুন বছরের প্রথম প্রহরেই অশ্লিলতা, অসং গতি ও অসামাজিক কার্যকলাপকে মাড়িয়ে অসহায় শীতার্ত মানুষদের পাশে দাড়ানোর চেষ্টা করেছে।
দেশে এবং দেশের বাহিরে অবস্থানরত আমাদের অসংখ্য শুভাকাঙ্ক্ষী,এবং আমাদের সেচ্ছাসেবকদের জানাই নতুন বছরের শুভেচছা। বিগত বছর গুলোর মত নতুন বছরেও আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আমাদের একান্ত কাম্য।happynewyear2022