////সিলেট ও উত্তরাঞ্চলের বন্যার্তদের সহযোগীতায় এগিয়ে আসুন..

সিলেট ও উত্তরাঞ্চলের বন্যার্তদের সহযোগীতায় এগিয়ে আসুন..

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আপনারা নিশ্চয়ই অবহিত আছেন যে, সিলেটের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। উত্তর বঙ্গের কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও গাইবান্ধার একাংশ বন্যা কবলিত।

এমতাবস্থায় সর্ব সাধারণ সকলকে সামর্থ অনুযায়ী আর্থিক সহযোগিতা পাঠানো প্রয়োজন।

বন্যার এই পরিস্থিতিতে সকল ব্যক্তিকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহবান।

আলহামদুলিল্লাহ, সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে Youth For Better Future Society

আমাদের টিম এখন সিলেটের পথে।

💰 জরুরি বন্যা তহবিলে অনুদান পাঠাতে আমাদের পেইজে যোগাযোগ করুনঃ Youth for Better Future Society

অথবা,

A/c Name: Youth For Better Future Society.

A/c No. 20501360203377403

Islami Bank Bangladesh Limited

Farmgate Branch.

Bkash: 01521498896 (Send money)

Rocket: 017325779490 (Send money)

Nagad: 01732577949 (Send money)

👆অনুগ্রহ করে সেন্ডমানি করুন এবং Reference এ লিখুনঃ Flood

Further Enquiry: 01732577949