////আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা ৭০০ পরিবারের কাছে উপহার সামগ্রী পৌঁছিয়েছে।

আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা ৭০০ পরিবারের কাছে উপহার সামগ্রী পৌঁছিয়েছে।

আলহামদুলিল্লাহ, আমরা Youth For Better Future Society ইতিমধ্যে ৭০০ পরিবারের কাছে আপনাদের উপহার সামগ্রী পৌছিয়ে দিতে সক্ষম হয়েছি। আমরা কুমিল্লার চৌদ্দগ্রাম, ফেনীর (লাল পুল,লেমুয়া,ফাজিল পুর,ছনুয়া) ইত্যাদি স্থান সমূহে সর্বমোট তিনটি ট্রেইন্ড ভলান্টিয়ার টিমের মাধ্যমে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি।

আমাদের প্যাকেজে যা যা ছিলঃ
মুড়ি-১কেজি,
দুধ-১ লিটার,
স্যালাইন-৫ পিচ,
চিনি-১কেজি,
চিড়া-২ কেজি,
পানি-২ লিটার,
লাইটার ১ পিস,
মোমবাতি ২ পিস

এই পর্যন্ত আমাদের আয়-ব্যয়ের হিসাব:-
সর্বমোট আয় ৩,৯৫,০০০ টাকা।
সর্বমোট ব্যয় ৩,৫৭,০০০ টাকা।

পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যারা আমাদেরকে এতটা সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমরা আশা রাখছি এই চলমান বৈরী পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত আপনারা আমাদেরকে সহায়তা করবেন।

Mobile Banking:
Bkash/ Nagad /Rocket –
01307112802  (Personal)

Bank Account:
A/C No: 20503420201093212
A/C Name: Md Rezaul Karim 
A/C Branch: Baridhara Branch Islami Bank Bangladesh Ltd